1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়নগন্জ মহানগর বিএনপির র‍্যালিতে কৃষক দলের অংশগ্রহন। রানা, ও মেহেবুব হোসেন রিপনের নেতৃত্বে এক বিশাল র‍্যালি গোপালগ‌ঞ্জে দিনমুজুর‌কে হত্যা মামলায় গ্রেফতার, নবজাতক দুই বোন নিয়ে দিশেহারা ছোট ভাই শ্রমিকদের বকেয়া পরিশোধ কর‌তে হ‌বে, না করলে প্রশাসক নিয়োগ হ‌বে- সাখাওয়াত বাংলাদেশ থেকে জাপানি সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে নিবে আজারবাইজানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সিপিজের খোলা চিঠি ড. ইউনুসকে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম গ্রেফতার শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা কু‌মিল্লায় ডাকাতির নাটক সাজিয়ে প্রতিবন্ধী ভাতিজাকে শ্বাসরোধ করে হত্যা ক‌রে চাচা

কক্সবাজা‌রের ৩৪ পু‌লি‌শ প‌রিদর্শক‌দের কোথায় বদ‌লি করা হয় !

কক্সবাজার সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪০ বার পঠিত

কক্সবাজার জেলা পুলিশকে নতুন আঙ্গিকে সাজা‌তে  শুরু হয়েছে পু‌লি‌শের উচ্চপদস্থ থে‌কে কন‌স্টেবল পর্যন্ত   ব্যাপক রদবদল হ‌য়ে‌ছে। পুলিশ সদর দপ্তর‌ে‌র সিদ্ধান্ত মতে, দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলায় কর্মরত রয়েছেন এমন কনস্টেবল থেকে কর্মকর্তা সবাইকে সরিয়ে নেয়া শুরু হয়েছে। ইতিমধ্যে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ ৮ শীর্ষ কর্মকর্তাকে বদলী করার পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজার জেলায় কর্মরত সকল পরিদর্শককে বদলী করা হয়েছে। যার মধ্যে সকল থানায় দায়িত্বরত পরিদর্শক, ডিবিসহ নানা পর্যায়ে দায়িত্বে থাকা ৩৪ জন পরিদর্শক রয়েছেন।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইডি মো. আনোয়ার হোসেন জানান, কক্সবাজার জেলায় মূলত ৩৪ জন পুলিশ পরিদর্শক দায়িত্ব পালন করছেন। তাদের বদলী করা হয়েছে। সদর দপ্তরের সিদ্ধান্ত মতে ২৯ সেপ্টেম্বর জেলা থেকে ছাড়পত্র গ্রহণ করে ৩০ সেপ্টেম্বর এ ৩৪ কর্মকর্তাকে সদর দপ্তরে উপস্থিত হতে হবে।
পুলিশের সদর দপ্তরের অ্যাডিশনাল আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, বদলী হওয়া ৩৪ পুলিশ পরিদর্শককে চট্টগ্রাম রেঞ্জের বাইরে বিভিন্ন রেঞ্জে বদলী করা হয়েছে।
প্রজ্ঞাপন মতে, কক্সবাজার জেলায় দায়িত্বরত পরিদর্শক মর্জিনা আকতারকে সিলেট, দিদারুল ফেরদৌসকে বরিশাল, হাবিবুর রহমানকে খুলনা, আবুল খায়েরকে রাজশাহী, কামরুল আজমকে রংপুর, সফিকুর আলম চৌধুরীকে খুলনা, রোমেল বড়ুয়াকে সিআইডি, ঢাকা, মিজানুর রহমানকে সিআইডি ঢাকা, মাইন উদ্দিনকে বরিশাল, খোরশেদ আলমকে সিলেট, একরামুল হককে বরিশাল, আমিরুল ইসলামকে রংপুর, মানস বড়ুয়াকে ময়মনসিংহ, এসএম মিজানুর রহমানকে এসএমপি সিলেট, আতিক উল্লাহকে ঢাকা, আবুল মনসুরকে বরিশাল, মোহাম্মদ ইয়াসিনকে এসএমপি সিলেট, আনোয়ার হোসেনকে বরিশাল, আরিফ ইকবালকে রাজশাহী, এবিএমএস দোহাকে খুলনা, নুরুল ইসলাম মজুমদারকে বরিশাল, আসাদুজ্জামানকে রাজশাহী, আলী আরশাদকে বরিশাল, শেখ মো. মাহবুব মোরশেদকে সিলেট, রাকিবুল ইসলামকে বরিশাল, আমিনুল ইসলামকে এসএমসি সিলেট, প্রদীপ কুমার দাসকে এসএমসি সিলেট, আনিছুর রহমানকে বরিশাল, মো. মাসুম খানকে খুলনা, ফজলুল আলমকে বরিশাল, মহিদুল আলমকে বরিশাল, রূপল চন্দ্র দাসকে বরিশাল, বদরুল আলম তালুকদারকে সিলেট এবং হাবিবুর রহমানকে খুলনা রেঞ্জে বদলী করা হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, বদলী হওয়া শূন্য পদ পূরণে শুক্রবার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যোগ দিচ্ছেন ৫৩ জন পুলিশ পরিদর্শক ও ৭৩৪ জন কনস্টেবল। বৃহস্পতিবার ঢাকা রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফিং শেষে এরা চট্টগ্রামে যোগদানের উদ্দেশ্যে যাত্রা করছেন।
কক্সবাজার জেলা পুলিশে নতুন পরিদর্শক হিসেবে কারা দায়িত্ব পাচ্ছেন তা কোন সূত্র নিশ্চিত করতে না পারলেও কক্সবাজারের ৮টি থাকায় ৮ জন পরিদর্শক ইতিমধ্যে চূড়ান্ত বলে সূত্রটি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে এদের নামও শুনা যাচ্ছে। এ ৮ কর্মকর্তা হলেন শেখ মুনীর উল গিয়াস, মো. হাফিজুর রহমান, আহম্মদ সনজুর মোরশেদ, মো. আবদুল হাই, শাকের মো. যুবায়ের, আজমিরুজ্জামান, সাইদুর রহমান মজুমদার ও জালাল উদ্দিন। তবে এ বিষয়টি চূড়ান্ত জানা যাবে শুক্রবার বা শনিবার। মূলত চট্টগ্রাম রেঞ্জে যোগদানের প্রক্রিয়া শেষে এদের দায়িত্ব বণ্টন করা হবে।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের পর কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ সদর দপ্তর এমনটিই ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন জানান, অনেকটা কক্সবাজার জেলার পুরোটার পুলিশে পরিবর্তন করা হবে। এটাকে নিয়মিত বদলি অংশ হিসাবে উল্লেখ করেছেন ডিআইজি।
এর মধ্যে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারে পুলিশ সুপার (এসপি) এবি এম মাসুদ হোসেনকে রাজশাহীর পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়। আর ঝিনাইদহের এসপি হাসানুজ্জামানকে কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব দেয়া হয়। নবাগত এসপি বুধবার দায়িত্বভার গ্রহণ করেন। বৃহস্পতিবার এসপি মাসুদ হোসেন কক্সবাজার থেকে বিদায় গ্রহণ করেন।
গত ২১ সেপ্টেম্বর বদলী করা হয়েছে অপর ৭ শীর্ষ কর্মকর্তাকে। যার মধ্যে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আদিবুল ইসলাম মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহমেদ গাজীপুর জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশ গুপ্ত চট্টগ্রাম ৯ম এপিবিএনের সহকারী পুলিশ সুপার, ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক চট্টগ্রাম আরআরএফের সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম নোয়াখালীর সহকারী পুলিশ সুপার ও ডিএসবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসবে বদলি করা হয়েছে।
এর পরিবর্তে পুলিশ হেডকোয়ার্টাসের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), পুলিশ হেডকোয়ার্টাসের অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলামকে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রামের অতিরিক্ত উপ -পুলিশ কমিশনার পংকজ বড়ুয়াকে কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মো. জাহেদুল ইসলামকে মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার কাজি শাহবুদ্দিন আহমেদকে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার ট্রাফিক, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. তফিকুল ইসলামকে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার, খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার খন্দকার গোলাম শাহনেওয়াজকে ডিএসবি কক্সবাজারের সহকারী পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
একই দিনে ৫৩ জন পুলিশ পরিদর্শক ও ৭৩৪ জন কনস্টেবলকে বদলি করে চট্টগ্রাম রেঞ্জে নিয়োগ দেয়া হয়। ২১ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের এডিশনাল আইজি (এএন্ডও) ড. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, বদলীকৃত পুলিশ পরিদর্শকগণ বদলীকৃত ইউনিটে যোগদানের জন্য ২৩ সেপ্টেম্বর (বুধবার) বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন। ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) রেঞ্জ ডিআইজি কার্যালয় চট্টগ্রামে যোগদান করবেন।
পুলিশের একটি সূত্র বলছে, আগামী দু’তিন দিনের মধ্যে এসআই, এএসআই, কনস্টেবল পর্যায়ের আরো ২৩০ জনকে বদলী করার কথা জানা যায়। সুত্র: সময় সংবাদ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com