বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার সভাকক্ষে আজ বেলা দুই ঘটিকার সময় ২০২৩- ২০২৪ অর্থ বছরের মোট বত্রিশ কোটি সত্তর লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশত টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
আজ (১৫ মে) বৃহস্পতিবার বেলা দুুই ঘটিকার সময় সান্তাহার পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর ঘোষণাকৃত প্রস্তাবিত বাজেটে ঘাটতি দেখানো হয়েছে ৯৮ লাখ ৬৭ হাজার ৬১৯ টাকা এবং আয় দেখানো হয়েছে ১৫ কোটি ২০ লাখ ১৪ হাজার ৫০০ শত টাকা। ২৭ কোটি ৫০ লাখ ২৫ হাজার টাকা উন্নয়ন খাত থেকে আসবে বলে মেয়ের ধারণা করেন। উল্লেখিত বাজেটে রাস্তাঘাট সংস্কার, পানি নিষ্কাশন, ড্রেন নির্মাণ, যানজট নিরশনসহ ইত্যাদি বিষয় তুলে ধরা হয়।
সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতনের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সান্তাহার সাইলো সুপার শাহরিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান পৌরসভার প্রকৌশলী রেজাউল করিমসহ আরো অনেকে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সান্তাহার পৌরসভার নয়টি ওয়ার্ডের কাউন্সিলর মহিলা কাউন্সিলর বৃন্দ, পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।