রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ আসাদ মিয়া, মোঃ রিফাত হোসেন, মোঃ শাহেদ চৌধুরী, মোঃ উজ্জল মিয়া ও মোঃ টিপু মিয়া।
অভিযানে নেতৃত্ব দেওয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম ডিএমপি নিউজকে জানান, মঙ্গলবার (১১ জুন ২০২৩ খ্রি.) ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন সংবাদ আসে কতিপয় ব্যক্তি বি-বাড়ীয়ার সীমান্ত এলাকা থেকে মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে শাহবাগের আব্দুল গনি রোডে সঙ্গীয় ফোর্সসহ অবস্থান নেওয়া হয়। রাত ৯:০০ টায় কাঙ্খিত মাইক্রোবাসটি এলে চেকপোস্ট বসিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তাদের দখলে থাকা মাইক্রোবাসের ভিতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫১-৯৫৪৪) টিও জব্দ করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো।
ডিএমপির শাহবাগ থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।