বগুড়া জেলার আদমদীঘিতে উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আজ বেলা সাড়ে বারো ঘটিকার সময় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় স্কুল শিক্ষক ও অভিভাবকদের জন্য ‘পুষ্টি ও পরিবেশ সচেতনতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ মে (বুধবার) বেলা সাড়ে বারো ঘটিকার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনিরা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আমিরুল ইসলাম, সান্তাহার পৌরসভার ওয়ার্ল্ড কাউন্সিলর ও কলসা আহসান উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবির বাদশা।
এ সময় সান্তাহার কলসা আহসান উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ অভিভাবকগণ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।