বিকাশ কর্মকর্তা পরিচয়ে তথ্য সংগ্রহ করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ ও ব্যাংক একাউন্টের ডেবিট কার্ড থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।
গ্রেফতারকৃতের নাম মানিক বালা তুলিপ। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গোয়েন্দা অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সহকারী পুলিশ কমিশনার শিপ্রা রানী দাস ডিএমপি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকাশ কর্মকর্তা পরিচয় দিয়ে তথ্য নিয়ে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ২০২২ সালের ১৮ অক্টোবর মতিঝিল থানায় একটি জিডি করা হয়। গোয়েন্দা অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম জিডির তদন্ত শুরু করে। তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে গতকাল শনিবার রাতে ফরিদপুর জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মানিক বালা তুলিপকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার বলেন, ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি বাদীর ব্যবহৃত মোবাইলে মানিক একাধিকবার কল দেয় এবং সে বিকাশের অফিসার বলে পরিচয় দেয়। মানিক জানায়, বাদীর ব্যবহৃত বিকাশ অ্যাকাউন্টটি আপডেট করতে হবে এবং অ্যাকাউন্ট সচল রাখার জন্য কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। বাদী সরল বিশ্বাসে তার চাহিদামত কিছু নাম্বার ডায়েল করেন এবং ডেবিট কার্ডের নাম্বার প্রদান করেন। পরে গ্রেফতারকৃত মানিক বাদীর বিকাশ অ্যাকাউন্ট ও ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট হতে ৫০ হাজার টাকা সরিয়ে নেয়।
গ্রেফতারকৃত মানিক বিকাশ অফিসার পরিচয়ে ইতোপূর্বে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিকাশ অ্যাকাউন্টে ১৭ লক্ষাধিক টাকার লেদদেনের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত মানিকের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
এ ধরনের প্রতারণা থেকে দূরে থাকতে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে নিম্নলিখিত পরামর্শ দেওয়া হলো :
* বিকাশ বা নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন দিলে যাচাই না করে তথ্য প্রদান করা হতে বিরত থাকা।
* কোন ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে ক্রেডিট/ডেবিট কার্ডের তথ্য চাইলে তা প্রদান হতে বিরত থাকা।
* ব্যক্তিগত অ্যাকাউন্টের ওটিপি কারো সাথে শেয়ার করা হতে বিরত থাকা।
* ব্যক্তিগত একাউন্টের পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করা হতে বিরত থাকা।