কুমিল্লা র্যাব-১১, কুমিল্লা সিপিসি-২ এর একটি দল গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে কোতয়ালি মডেল থানার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১,৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- জেলার দেবিদ্বার থানার উজানী জোড়া গ্রামের মৃত আঃ সোবহানের ছেলে শাহজাহান (৫০) ও একই গ্রামের শাহজাহানের স্ত্রী রুমা (৩৯)। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে আটক আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।