ছবির এই ব্যক্তি শিশু অপহরণ মামলার একজন সন্দেহভাজন আসামী। অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করার জন্য সকলের সহায়তা চেয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গত ২৬ এপ্রিল দুপুর ১২:৩০টায় মোহাম্মদপুর থানা এলাকার একটি বাসার সামনের রাস্তায় মহল্লার অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলার সময় অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তি ৩ বছর বয়সী শিশু মোঃ সিদ্দিককে চকলেট কিনে দেওয়ার কথা বলে অপহরণ করে।
এ ঘটনায় শিশুটির পিতা মো. দেলোয়ার হোসেনের অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় গত ২৯ এপ্রিল মামলা রুজু হয়। মামলা তদন্তকালে পুলিশ সিসিটিভি ফুটেজ ও ছবি সংগ্রহ করে। ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, গত ২৬ এপ্রিল দুপুর ১২:৩০টায় এক ব্যক্তি শিশু সিদ্দিককে কোলে করে নিয়ে যাচ্ছে।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে শিশুটি উদ্ধারের জন্য ছবিতে প্রদর্শিত ব্যক্তির কেউ সন্ধান পেয়ে থাকলে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৮৫৮), মামলার তদন্তকারী কর্মকর্তা (০১৭৩-৫১৭৫৪০৮) ও মোহাম্মদপুর থানার ডিউটি অফিসারের (০১৩২০-০৪০৮৬৫) সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সুত্র:ডিএমপি