কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ১৮৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে ১২ মে বিকালে কুমিল্লা সদরের বারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ৮৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন নারী মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত নারীরা হলেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলার শুরপুর গ্রামের মৃত হাফিজ মিয়ার মেয়ে কাজলী বেগম (৪৫) এবং একই উপজেলার দারিয়াপুর গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে নারগিস আক্তার (২৫)।
পৃথক অন্য আরেকটি অভিযানে ১২ মে বিকালে সদর দক্ষিণ উপজেলার মুড়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার মুড়াপাড়া গ্রামের মৃত. খোরশেদ আলমের ছেলে মোঃ জহির আলম (২৪) এবং একই গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে মোঃ আরাফাত হোসেন রিফাত (২১)।
শনিবার (১৩ মে) কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।