চলে গেলেন না ফেরার দেশে জনপ্রিয় শিক্ষক আবদুর রব বিএসসি স্যার (ইন্নানিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজীউন)। শুক্রবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ইবনে তাইমিয়া স্কুলের সহকারি প্রধান শিক্ষক ও সাংবাদিক সাকির আল মাহমুদের পিতা ডা: মো: আবদুর রব বিএসসি স্যার চলতি মাসের ১৫ তারিখ জ্বর ও শ্বাসকস্ট জনিত সমস্যা নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। গত বৃহ:পতিবার করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর ১টায় ICU তে স্থানান্তর করা হয়।icu তে চিকিৎসাধীন থেকে শুক্রবার রাতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আবদুর রব স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নাগরিক খবরের সম্পাদ মন্ডলীসহ নাগরিক পরিবারের সদস্যগণ। মরহুমের জানাযায় শরীক হয়ে তার আত্মার মাগফেরাত কামনায় সজলে দোয়া করবেন।
উল্লেখ্য আবদুর রব স্যার দীর্ঘদিন ইবনে তাইমিয়া স্কুলে সহকারি প্রধান শিক্ষক হিসেবে সুনামের সহিত চাকুরী করে ২০১৮ সালের ডিসেম্বর মাসে অবসরে আসেন।