শক্তিগড় শুটআউটে কয়লা মাফিয়া রাজুর মৃত্যু নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিজেপির সঙ্গে কয়লা মাফিয়ার যোগ নিয়ে প্রশ্ন তুললেন তিনি। নাম না করে বাংলার মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “পরশুদিনই এক কোল মাফিয়া মারা গিয়েছে, কই মুখ খুলছেন না তো?” এরপরই রাজু ঝায়ের সঙ্গে রাজনৈতিক দলের যোগ নিয়েও খোঁচা দেন তিনি।
মঙ্গলবার দিঘায় তৃণমূলের বুথস্তরের কর্মিসভায় যোগ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই মঞ্চ থেকেই মমতার প্রশ্ন, “বলুন, কারা কারা ছিল তার (রাজু ঝা) হোটেলে? কোন মন্ত্রী, কোন নেতা, কাদের কাদের টাকা দিয়েছে? কোন পার্টিকে সাহায্য করত?” এরপরই তৃণমূল সুপ্রিমোর খোঁচা, “কই এসব নিয়ে বলছেন না তো, মুখে কুলুপ এঁটেছে!”
প্রসঙ্গত, শনিবার রাতে শক্তিগড়ে দুষ্কৃতীর গুলিতে প্রাণ গিয়েছিল বিজেপি নেতা তথা কয়লা মাফিয়া রাজু ঝার। অন্ধকার জগতে নিরঙ্কুশ প্রতিপত্তি থাকলেও রাজনৈতিক জগতে পরিবারের আপত্তি সত্বেও যোগ দেন রাজু। দলের কাছে প্রত্যাখ্যাত হলেও দুর্গাপুরে তার বিলাসবহুল হোটেলেই উঠতেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে কেন্দ্রীয় উচ্চপদস্থ কর্মকর্তারা। এতে রাজুর দিল্লিস্তরে যোগাযোগ বাড়তে থাকে।
কেন্দ্রীয়স্তরে সখ্যতা হওয়ায় অনেক বিজেপি নেতারও চক্ষুশূল হয়ে উঠেছিলেন রাজু। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে বাঁচতে বহু অন্ধকার জগতের লোক রাজুর উপর এই কারণেই ভরসা করেছিলেন। এসব নিয়েই এবার বিজেপিকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। সূত্র: ইন্ডিয়া টাইমস।