পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের ইফতার বিতরণ শেষে প্রতিপক্ষ গ্রুপের হামলা চার জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে জেলা ডিবির (দক্ষিণ) অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম উদ্দিনকেও কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ মার্চ) ইফতারের সময় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।
আহতরা হলেন, পিরোজপুর জেলা ডিবির (দক্ষিণ) অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম উদ্দিন (৪৫), পৌর ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম মুন্না (২২), পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক শাওন (২৩), মঠবাড়িয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম শুভ (২০), উপজেলা ছাত্রলীগকর্মী রাব্বী ব্যাপারী (২০)।
আহত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসলাম উদ্দিনকে উদ্ধার করে মঠবাড়িয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আহত অন্যদেরও উদ্ধার করে মঠবাড়িয়া ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলার বিষয়ে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রায়হান আহমেদ #েনাগরিক খবরকে বলেন, ‘উপজেলায় ছাত্রলীগের পক্ষ থেকে রমজানে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমে আজ স্থানীয় চিহ্নিত কিছু সন্ত্রাসী হামলা চালিয়েছে। তারা কুপিয়ে ছাত্রলীগের চার জনকে আহত করে। হামলাকারী প্রত্যেকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, মঠবাড়িয়া বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের ইফতার বিতরণের সময় প্রতিপক্ষের একটি গ্রুপ এসে তাদের ওপর হামলা চালায়। এ সময় চার জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলাকারীরা জেলা ডিবির (দক্ষিণ) পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসলাম উদ্দিনকেও কুপিয়ে আহত করে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।