কুমিল্লায় র্যাব ১১ সিপিসি ২ এর পৃধক দুটি অভিযানে বিপুল পরিমান ফেনসিডিলসহ চারজনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়,২৪ মার্চ বিকালে টমছম ব্রীজ এলাকা থেকে ১২৬ বোতল ফেন্সিডিলসহ আপন দুই বোন ও একজন সহযোগীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পিলকুনি গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে শিউলি বেগম (৪৬) ও সিমা বেগম (৪০), কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে মোসাঃ নাছিমা আক্তার (৩৭)।
পৃথক অভিযানে কুমিল্লার বুড়িচং থেকে ফেন্সিডিলসহ মোঃ সোহেল রানা (২৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
২৪ মার্চ রাতে উপজেলার নিমসার বাজার এলাকা অভিযান চালিয়ে ৪৮৬ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত যুবক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
শনিবার (২৫ মার্চ) সকালে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।