নানা আলোচনা সমালোচনা ও বির্তকের মধ্যে দিয়ে অবশেষে কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে রাজশাহী জেলার এসপি হিসেবে বদলির আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার স্থলে ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামানকে কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও পুলিশের আরও ৪ শীর্ষ কর্মকর্তার বদলির আদেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
খুলনা মহানগর পুলিশের কমিশনার খন্দকার লুৎফল কবিরকে গাজীপুর মহানগরীর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) অ্যাডিশনাল ডিআইজি মো. মাসুদুর রহমান ভুইয়াকে খুলনা মহানগর পুলিশ কমিশনার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহের পুলিশ সুপার এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহকে ডিএমপির উপ কমিশনার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।