কুমিল্লা র্যাব-১১ এর সিপিসি-২ এর একটি টিম বিশেষ অভিযান চালিয়ে উপজেলার লালবাগ এলাকা থেকে পিকআপে ইয়াবা পাচারকালে দুইজনকে গ্রেফতার পুর্বক আনুমানিক ৪ হাজার ৮ শত ৮০ পিস ইয়াবাসহ নগদ অর্থ উদ্ধার এবং পিকআপ জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৩সপ্টেম্বর বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে চট্টগ্রাম হতে ঢাকাগামী সন্ধিগ্ধ একটি পিকআপ তল্লাশী করে মোট ৪,৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৩৫০ টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো চাঁদপুর জেলার কচুয়া থানার চাঁনপুর গ্রামের মৃত-আবুল হোসেন এর ছেলে মোঃ রবিউল ইসলাম @ রবি (৪০) ও চাঁদপুর জেলার কচুয়া থানার উজান সিনিয়া গ্রামের আব্দুল মান্নান এর ছেলে মোঃ সাঈদ হোসেন(২৬)। তল্লাশীকালে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি ও জব্দ করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা রুজু করে পুলিশ।