বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রেলওয়ে জংশন খ্যাত শহর সান্তাহার স্টেশনে আজ সকাল সাড়ে দশ ঘটিকার সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদকদ্রব্য ২৩৮ পিস অ্যাম্পুলসহ মলেজান বেগম মলি নামের একজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
২ জানুয়ারি সোমবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আসামিকে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মলেজান বেগম মলি (৫৭) নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা গ্রামের ফিরোজ হোসেনের স্ত্রী।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার সকালে চিলাহাটি থেকে রাজশাহী গামী বরেন্দ্র আন্তঃনগর ট্রেনে মাদক পাচারের উদ্দেশ্য যাত্রীবেশে যাচ্ছিলেন নারী মাদক কারবারি মলেজান বেগম মলি এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রেনে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা প্লাস্টিকের বালতিতে কালো পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো নেশা জাতীয় মাদকদ্রব্য ২৩৮ পিস অ্যাম্পুল উদ্ধার করা হয়।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মলির বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।