কুমিল্লা র্যাব-১১ সিপিসি ২ এর একটি টিম জেলার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ৩ হাজার আটশত দশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।গ্রেফতারকৃত আসামি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার চুলাস গ্রামের মৃত আবু ইউছুফ ভূইয়ার ছেলে ও মোঃ খোরশেদ আলম ভূঁইয়া(৪২)মাগুড়া জেলার মাগুড়া সদর থানার ধর্মদা টুপিপাড়া গ্রামের মৃত আইয়ুব সরদারের ছেলে মোঃ সুজন সরদার(২৪)।
র্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি টিম শুক্রবার দুপুরে চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে তিন হাজার আটশত দশ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী খোরশেদ আলম ভূঁইয়া ও সুজন সরদারকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।