বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাঁথিয়া উপজেলা সন্তান কমান্ড এর উদ্যোগে রালী, আলোচনা সভা এবং উৎসব মুখর পরিবেশে কেক কাটা হয়।
বৃহস্পতিবার সাঁথিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ উপজেলা সন্তান কমান্ডের সভাপতি রশিদুন্নবী রাজ এর সভাপতিত্বে এবং মোস্তাফিজুর রহমান লেলিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নব নির্বাচিত পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বেড়া পৌর মেয়র আসিফ সামন্স রঞ্জন, উপজেলা নির্বাহী অফিসার ও তার প্রাপ্ত কমান্ডার মাসুদ হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা আ’লীগের নবনির্বাচিত সভাপতি হাসান আলী খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শিলা অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতা অধ্যাপক মনজুরুল হক রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আক্তার রফিক বাবু, রিপন হোসেন প্রমূখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যকে সমুন্নত রাখার জন্য সন্তান কমান্ড তার লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানি দোসরদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবসময় কাজ করে যাবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।