বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রেলওয়ে জংশন খ্যাত শহর সান্তাহার ইউনিয়নের হেলালিয়া হাট এলাকা থেকে মঙ্গলবার সকাল সাড়ে নয় ঘটিকার সময় রশিদুল নামের চোর চক্রের সক্রিয় একজন সদস্যকে ছয়টি মোবাইল ফোনসহ গ্রেফতার করেছে আদমদিঘী থানা পুলিশের সদস্যরা।
জানা গেছে, আজ ২৭ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বেলা সাড়ে নয় ঘটিকার সময় আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের হেলালিয়া হাট এলাকা থেকে ছয়টি মোবাইল ফোনসহ রশিদুল নামের চোর চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে পুলিশ ৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে।
গ্রেফতারকৃত আসামি রশিদুল ইসলাম (৩০) নওগাঁ জেলার রানীনগর উপজেলার এনায়েত পুর কাশেমপুর এলাকার তেছের আলীর ছেলে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক আবু হাসান বলেন, আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের হেলালিয়া হাট এলাকায় চোরাই মোবাইল ফোন বিক্রয় করার সময় সাধারণ জনতা রশিদুল ইসলাম নামের ওই মোবাইল ফোন চোরচক্রের সদস্যকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার
করে। এ সময় তার কাছ থেকে ৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গ্রেফতারকৃত রশিদুল ইসলামের নামে আদম দীঘি থানায় একটি চুরি মামলা দায়ের করে আজ মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।