দীঘির সাথে প্রেম”
ফারুক আহমেদ (পিপিএম)
ছিলে আষ্টেপৃষ্ঠে লেগে,
এমন সৌন্দর্যের আধার এভাবে কাছে থাকলে তাকে কি অবহেলা করা যায়,
কিন্তু করেছি,
সকালবেলা সূর্যের আলোতে ডাগর চোখে তাকিয়ে থাকতে, মন ভরে তোমাকে দেখবো বলে , এক কাপ চা খাওয়ার ছলে তোমার দিকে তাকিয়ে থাকাকে তুমি খুব ভালবাসতে,
ব্যস্ততার কারণে ,দায়িত্বের চাপে তোমার দিকে না তাকিয়েই চলে যেতাম ,
সারাদিন অপেক্ষায় থাকতে, তারপর রাত হলে ঘুম ঘুম চোখে জেগে থাকতে,
অনেক রাতেও তুমি জোছনার আলোয় ম্লান চোখে তাকিয়ে থাকতে ,
শেষ বেলায় যদি একবার ভালবাসার চোখে তোমাকে দেখি, সারাদিনের ক্লান্তিতে সেটাও সম্ভব হতো না ,
আজ চলে যাবার সময় তোমার দিকে তাকিয়ে ভিতরে হাহাকার জেগে উঠেছে ,
কেন এতদিন অবহেলা করলাম তোমাকে ,
তোমার এই অপার সৌন্দর্যকে, আর শত চেষ্টা করলেও আমাদের এভাবে থাকা হবেনা,
দেখা হবে না।