কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের দুর্বৃত্তের গুলিতে নুরুল আমিন (২৬) নামে এক রোহিঙ্গা যুবক খুন হয়েছেন। সোমবার (১ আগস্ট) রাতে কুতুপালংয়ের ৪নং রোহিঙ্গা ক্যাম্প মধুরছড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নুরুল আমিন ক্যাম্পে বেসরকারি সংস্থা ‘কারিতাসে’ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। এনজিও সংস্থায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা নিয়ে রোহিঙ্গাদের একটি গ্রুপের রোষাণলে পড়েন তিনি। তাকে একদল রোহিঙ্গা দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি।