কুমিল্লায় র্যাব-১১ এর সিপিসি-২ এর একটি টিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারী গ্রেফতার করেছে।
র্যাব সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৫ জুলাই ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন বেলঘর মোল্লাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোটর সাইকেল করে মাদক পরিবহনের সময় ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালিকাপুর গ্রামের মৃত নুরুল আমিন এর ছেলে মোঃ জাহিদ হাসান (২২)। অভিযানে মাদক পরিবহন কাজে
ব্যবহৃত মোটর সাইকেলও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যব¯’া করা হয়েছে।