ভারতের ১১টি রাজ্যে ছড়িয়ে পড়েছে অগ্নিপথ বিক্ষোভ। বিক্ষোভের তৃতীয় দিন শনিবার চাপের মুখে কিছুটা পিছু হটেছে দেশটির কেন্দ্রে থাকা নরেন্দ্র মোদি সরকার। বিক্ষোভের জেরে বদলে গেছে অগ্নিপথ প্রকল্পে নিয়োগের শর্ত।
অগ্নিবীরদের জন্য আরও চার দফা সুবিধার কথা ঘোষণা করেছে কেন্দ্র। তবে এতেও বিক্ষোভ থেমে নেই। শনিবারও বিহার রাজ্যে রেলস্টেশনে হামলা হয়েছে; রেললাইন অবরোধের মুখে বাতিল হয় ৩৬৯টি ট্রেনযাত্রা। এর আগে শুক্রবার বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে ট্রেনে অগ্নিসংযোগ করে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।