কুমিল্লায় র্যাবের পৃথক তিনটি অভিযানে সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম এলাকা হতে ২০ কেজি গাঁজা, ২৩ বোতল
বিদেশী মদ এবং ২১ বোতল ফেন্সিডিলসহ তিনজন
মাদক কারবারিকে গ্রেফতার।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি- ২ এর একটি আভিযানিক দল ১১ জুন ২০২২ইং রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন রাম মানিক দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত
অভিযানে ১০ কেজি গাঁজা এবং ২১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আব্দুল্লাহপুর (পূর্বপাড়া) গ্রামের মোঃ রুস্তম
আলীর ছেলে মোঃ মীর হোসেন(২৮)।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থাা গ্রহণ করা হয়েছে।
পৃথক আরেকটি অভিযানে ১২ জুন ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা জেলার চৈৗদ্দগ্রাম থানাধীন উজিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার জগপুর গ্রামের জাহাঙ্গীর আলম এর ছেলে মোঃ বিল্লাল হোসেন(২৩)।
পৃথক অভিযানে ১২ জুন ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন কালিকাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ০৩নং কালিকাপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আনা মিয়ার ছেলে মোঃ রিপন মিয়া(৩৫)। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।