অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেলেন কুমিল্লা জেলার সুনামধন্য ও ন্যায় নিষ্ঠাবান পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম। বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
কুমিল্লা জেলায় যোগদানের পর থেকে দক্ষতার সাথে গত দেড় বছরের বেশি সময় ধরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনকালে জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে উপদস্থ কর্মকর্তাসহ ১৯ টি থানার ওসি ও অনান্য কর্মকর্তাদের কঠোর দিক নির্দেশনা দেন।
এ দিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জনস্বার্থে নিরলসভাবে কাজ করছেন। এমনকি জেলার সবকয়টি থানায় জিডি, মামলা তদন্ত ও মামলা দায়েরসহ অনান্য কাজে কোন প্রকার অসৎ পথ অবলম্বন না করার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন। এছাড়া সড়ক পথসহ অনান্য পথেও যানবাহনে পুলিশের চাঁদাবাজি বন্ধ করে দেন।
এসব কঠোর ভূমিকা পালনের কারণেই তিনি এ জেলায় সাদা মনের পুলিশ সুপার হিসেবে পরিচিতি লাভ করেন। জনমনে এমনও প্রশ্ন উঠেছে জেলায় এই প্রথম একজন সৎ ও দক্ষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। কুমিল্লা জেলার সাথে প্রায় ৩৫ কিলোমিটার ভারতীয় সীমান্ত এলাকা। মাদকের বিষয়ে তিনি যোগানের পর পরই মাদকমুক্ত কুমিল্লার গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
পুলিশ সুপার ফারুক আহমেদ এর পদোন্নতিতে অভিনন্দন জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার, কোতয়ালী মডেল থানার এসআই মফিজুল ইসলাম খান, এসআই শেখ মহিউদ্দিনসহ জেলার একাধিক পুলিশ কর্মকর্তা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।