চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ফলমন্ডি এলাকায় একটি দোকানে চুরির অভিযোগে মো. ছালেহ আহমদ ওরফে শাহীন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ সাড়ে পাঁচ লাখ টাকা, চুরির ঘটনায় ব্যবহৃত একটি কাটিং প্লাস, স্ক্রু ড্রাইভারসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল (বুধবার) রাতে নোয়াখালীর সোনাইমুড়ী এলাকা থেকে শাহীনকে গ্রেফতার করা হয়। শাহীন ওই এলাকার মো. শাহজাহানের ছেলে। তিনি চট্টগ্রামের ফলমন্ডি এলাকার শাহী এন্টারপ্রাইজ নামে একটি দোকানে চাকরি করতেন।
পুলিশ জানায়, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে রুহুল আমিন এন্টারপ্রাইজ নামে একটি দোকানে চুরি হয়। ঘটনার কিছুক্ষণ আগে দোকানের মালিক দোকান বন্ধ করে একটি চায়ের দোকানে নাস্তা করেন। কিন্তু তার পকেটে টাকা না থাকায় তিনি পুনরায় দোকানে ফিরে যান। সেখানে গিয়ে দোকানের একটি অংশ খোলা দেখতে পান। এ সময় তিনি দোকানের ক্যাশবক্স থেকে আট লাখ ২৮ হাজার টাকা চুরির ঘটনা জানতে পারেন। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়- পাশের দোকানের কর্মচারী শাহীন চুরি করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী দোকানি বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে শাহীনের অবস্থান নোয়াখালীর সোনাইমুড়ী এলাকায় শনাক্ত করা হয়। বুধবার সেখানে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান শুভর নেতৃত্বে অভিযান চালিয়ে শাহীনকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, গ্রেফতার শাহীন চাকরির পাশাপাশি নেশায় জড়িয়ে পড়েন। এছাড়াও প্রায় সময় তিনি জুয়া খেলতেন। মূলত জুয়ার টাকা জোগাড় করতেই তিনি এই চুরি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। আজ (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। জানি