কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের এলআইসি টিমের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে দাউদকান্দি টোলপ্লাজায় একটি মাইক্রোবাস থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে। আজ পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্যটি জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম বার।
জানা যায়, গতকাল মঙ্গলবার ১৮ আগষ্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এলআইসি টিমের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাশ, এসআই নজরুল ইসলাম, এসআই আনোয়ার হোসেন, এ এসআই অসীম রায়সহ সঙ্গীয়ফোর্স নিয়ে জেলার দাউদকান্দি টোলপ্লাজায় একটি মাইক্রোবাস গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় মাইক্রোবাসের ভিতরে তল্লাশি চালিয়ে কার্টুনের ভিতর থেকে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে এবং ইয়াবা পাচারে জড়িত স্বামী স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার ও মাইক্রোবাসটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি নোয়াখালী জেলার চাটখিল উজেলার রুদ্র রামপুর গ্রামের ইমাম, তার স্ত্রী সোনিয়া এবং লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মাহবুবুল আলম।ে ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার সতর সার্কেল মোঃ তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল হাসান।