কুমিল্লা মহানগরীর বজ্রপুরে রাজীব হত্যা মামলার এজাহারভুক্ত আসামী পলাশকে নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করে থানা পুলিশ। গত ১৪ আগষ্ট রাত ১০টার দিকে নগরীর বজ্রপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন করা হয় রাজীবকে । রাজীব বজ্রপুর এলাকার শাহীনের ছেলে। উক্ত ঘটনায় কোতয়ালী থানায় নিহত রাজীবের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে থানায়। রাজীব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পলাশ গ্রেফতারের খবর শুনে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য মামলার তদন্তকর্মকর্তার প্রতি অনুরোধ জানায় নিহতের পরিবার ।