দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট সহকারী (এএসআই) পদে পদোন্নতি পেয়েছেন ৩৬ কনস্টেবল। নিরাপত্তারক্ষী থেকে পদোন্নতি পেয়ে এএসআই হয়েছেন একজন।
রোববার (৯ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. জহির রায়হানের সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিরাপত্তারক্ষী থেকে পদোন্নতি পেয়ে এএসআই হয়েছেন সৈয়দ কবির হোসেন। আর কনস্টেবল থেকে পদোন্নতি পেয়েছেন- রকিব উদ্দিন, মো. সিরাজ উদ্দিন, এস এম রুস্তম আলী, সফিউল আলম খান, মো. আশরাফুল আলম সিদ্দিকী, মো. আনোয়ার হোসেন, মো. মাসুদ হাসান, মো. হাসান কবির খান, মো. আলী আহসান কবির, মাকসুদুর রহমান, মো. তাজুল ইসলাম, মো. নুর হোসেন মুন্সি, মো. নুরুল ইসলাম, মো. ফিরোজ আলম, মো. জহুরুল হক, মো. আনিছুর রহমান, মো. রাকিব উদ্দিন খান পাঠান, মো. আকমাল আলী, মো. জামাল হোসেন, মো. সাদেকুল আলম, মো. হারুনার রশীদ খান, মুনির আহমদ, আলীউজ্জামান শেখ, মো. আলমগীর হোসেন, মো. গোলাম রব্বানী, মোহাম্মদ গোলাম মোস্তফা, শারমীন সুলতানা, মো. মিজানুর রহমান মল্লিক, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মোহাম্মদ লিটন মিঞা, এ কে এম পারভেজ ভূঞা, মুহাম্মদ সাইফুর রহমান, মো. খাইরুল আলম, মো. সাকাওয়াত হোসেন, সিকদার মো. নুরনবী ও মো. আব্দুল ওয়াহিদ।