1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি কৃষক বান্ধব দল — ওবায়দুর রহমান চন্দন কড়া ‘অ্যা’কশন’ নিতে ভারতীয় সেনাদের নির্দেশ মোদির অভিনেতা সিদ্দিককে মারধর, থানায় সোপর্দ বিতর্কিত ১৪ নং ওয়ার্ড সেক্রেটারি বিএনপি ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’র আলোকে কৃষি সংস্কার ভাবনা নিয়ে নির্মিত “কৃষি কথা” শীর্ষক ভিডিও চিত্র। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মশাল মিছিল। ২১ এপ্রিল ২০২৫, সোমবার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সভাপতি আসাদুল সিকদার এর নেতৃত্বে আই.এইচ.টি কলেজ ছাত্রদলের মহাখালীতে মশাল মিছিল। এপ্রিল ২১, ২০২৫ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। সোমবার, এপ্রিল ২১, ২০২৫ শহীদ জাহিদুল ইসলাম পারভেজের হ/ত্যা/র প্রতিবাদে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বি/ক্ষো/ভ মি/ছি/ল। বনানী থেকে ২১ এপ্রিল ২০২৫, সোমবার আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময় নারায়ণগঞ্জে আটক

আবারও বাড়ছে করোনার সংক্রমণ

আবদুর রহমান সাইফ:
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ২৩৭ বার পঠিত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই । অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল বা বাসায় চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা কমছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ৮৫২টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৬২৯টি নমুনা সংগ্রহ ও ২৩ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় এক কোটি ১৬ লাখ ১০ হাজার ৩৩৬ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ১৪০ জন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ। সর্বমোট নমুনা পরীক্ষার তুলনায় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

গত পাঁচদিনের মধ্যে ১ জানুয়ারি করোনার নমুনা পরীক্ষায় ৩৭০ জন নতুন রোগী শনাক্ত হন। ওইদিন সংক্রমণের হার ছিল ২ দশমিক ৪৩ শতাংশ। ২ জানুয়ারি ৫৫৭ জন নতুন রোগী শনাক্ত হয় এবং সংক্রমণের হার ছিল ২ দশমিক ৯১ শতাংশ। এরপর ৩ জানুয়ারি ৬৬৪ জন নতুন রোগী শনাক্ত হয় ও সংক্রমণের হার ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ। ৪ জানুয়ারি ৭৭৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওইদিন নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ৩ দশমিক ৯১ শতাংশ। ৫ জানুয়ারি ৮৯২ জন নতুন রোগী শনাক্ত হয় এবং সংক্রমণ হার ছিল ৪ দশমিক ২০ শতাংশ।

তবে সংক্রমণ বৃদ্ধির বিপরীতে কমছে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৯৬ জন রোগী সুস্থ হন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন। রোগী সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ। কিছুদিন আগেও সুস্থ হয়ে ওঠা রোগীর হার ছিল ৯৮ শতাংশেরও বেশি।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে সাতজন মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী। করোনায় মৃত সাতজনের মধ্যে সরকারি হাসপাতালে ছয়জন ও বেসরকরি হাসপাতালে একজনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৭ জনে। সংক্রমণের তুলনায় মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com