রাজধানীর খিলক্ষেত থানা এলাকা হতে গাঁজা ও মাইক্রোবাসসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ মনির হোসেন ভূইয়া। এসময় তার হেফাজত হতে ১২ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস উদ্ধারমূলে জব্দ করা হয়।
মঙ্গলবার (৪ জানুয়ারি ২০২২) রাত ১০.৩০ টায় খিলক্ষেত থানার কুড়িল তিনশত ফিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ, গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিম ডিএমপি নিউজকে জানান, একজন মাদক ব্যবসায়ী মাইক্রোবাসে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে খিলক্ষেত থানার কুড়িল তিনশত ফিট রোডের সুমি টাইলস এন্ড স্যানেটারী দোকানের সামনে অবস্থান করছে মর্মে সংবাদ পান। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও মাইক্রোবাসসহ মনিরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করতো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এই কর্মকর্তা জানান।