রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে অস্ত্রগুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শ্যামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আল আমিন ও মোঃ সুমন ওরফে বুশ।
সোমবার (৩ জানুয়ারি ২০২১) সকাল ১১:৩০টায় শ্যামপুর থানার জুরাইন রেলগেট, সিটি কর্পোরেশন মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শ্যামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল আলম বলেন, দুইজন মাদক ব্যবসায়ী শ্যামপুর থানার জুরাইন রেলগেট, সিটি কর্পোরেশন মার্কেটের সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আল আমিন ও সুমনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা অস্ত্রগুলির কোন লাইসেন্স বা কাগজপত্র প্রদর্শন করতে পারে নাই মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্যামপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।