রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৩২ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো শওকত, মোঃ পায়েল মিয়া ওরফে পায়েল, মোঃ মধু মিয়া ও রইছ আলী।
সোমবার ৩ জানুয়ারি বিকালে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা ডেমরা জোনাল টিম।
গোয়েন্দা ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আজহারুল ইসলাম মুকুল জানান, কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রাবাড়ী থানার কাজলা এলাকার একতা ফলের আড়ৎ এর সামনে গাঁজা বিক্রয় করার জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ শওকত, পায়েল, মধু ও রইছকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।