রাজধানীর কুর্মিটোলার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার দিনগত রাতে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ ‘ফুল স্কেল এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ’র আওতায় ফ্লাইটে অগ্নিনির্বাপণের মহড়া করে। মহড়া হলেও বেত ও পাটকাঠিসহ বিভিন্ন বস্তুু দিয়ে তৈরি উড়োজাহাজটিকে সত্যিকারের উড়োজাহাজের মতো দেখাচ্ছিল।
মহড়া দেওয়ার জন্য আগুন লাগানোর পর দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার ব্রিগেডের গাড়ি থেকে পানি নিক্ষেপ ও আকাশে উড়ন্ত হেলিকপ্টার চক্কর দিতে থাকে। নিচে নেমে কর্মীরা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। এছাড়া অ্যাম্বুলেন্সে করে যাত্রীদের উদ্ধার করতে দেখা যায়। এসবই করা হয় মহড়ার অংশ হিসেবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপস্থিত থেকে মহড়া পরিদর্শন করেন। এ সময় বিমানবন্দরে কর্মরত শীর্ষ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। জানি