কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জলদস্যুকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- সোনাদিয়া পশ্চিম পাড়ার মাহমুদুল হকের ছেলে মো. রাসেল (৩২), মাতারবাড়ি ইউনিয়নের নুরুল হোসনের ছেলে ওয়াজ উদ্দীন (২৭), আবুল হোসেনের ছেলে মো. সাগর (২৫) ও আবদুল মালেক (৩৫) এবং নাজিরের টেক এলাকার মিয়া হোসনের ছেলে শহিদ (২৩)।
কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এলাকার ইউপি সদস্য একরাম মিয়া দাবি করেন, আটককৃতরা জলদস্যু। তাদের রিমান্ডে নিয়ে গেলে আরও তথ্য বের হয়ে আসবে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। মহেশখালী থানার এসআই শাহাদত, এএসআই জাহেদ ও মনিষ সরকারসহ পুলিশের ১০ সদস্যদের একটি টিম অভিযান চালায়। অভিযানে আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোনদিয়াসহ উপকূলের সব চ্যানেলে পুলিশের টহল জোরদার করা হয়েছে। জেলেদের জন্য সাগর নিরাপদ রাখতে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন ওসি।