রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম- মোঃ রুবেল হোসেন ও মোঃ গোলাপ। এসময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধারমূলে জব্দ করা হয়।
শনিবার (২৫ ডিসেম্বর, ২০২১) সন্ধ্যা ৬:২০ টায় বাড্ডা থানার হাকিম টাওয়ার শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম।
অভিযানে নেতৃত্বে দেয়া গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার ডিএমপি নিউজকে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী সাদা রংয়ের প্রাইভেটকারযোগে বিপুল পরিমান গাঁজা নিয়ে ঢাকার দিকে আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে বাড্ডা থানার মধ্য বাড্ডা এলাকার হাকিম টাওয়ার শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ রুবেল ও গোলাপকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাইভেটকারটি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মনবাড়ীয়া জেলা হতে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারের মাধ্যমে ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এই কর্মকর্তা জানান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামান সরদার এর তত্ত্বাবধানে ও সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।