1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

ফেনী জেলা পু‌লি‌শে নারী‌দের নিরাপত্তা দি‌তে Quick Response for Female টিমের কার্যক্রম শুরু

‌মোবারক হো‌সেন স‌জিব/ফেনী:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ২২৯ বার পঠিত

নারী‌দের সেবা দি‌তে “Quick Response for Female (QRF)” টি‌মের কার্যক্রম শুরু হ‌য়ে‌ছে । নারীর ক্ষমতায়ন, স্কুল কলেজের সামনে নারীর নিরাপত্তা ও অপরাধ নির্মুলে ফেনী জেলা পু‌লি‌শে গঠন করা হ‌লো “Quick Response for Female (QRF)”

পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ফেনী জেলায় যোগদানের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন‌্য নানা ধর‌নের উ‌দ্যোগ গ্রহন ক‌রে‌ছেন । ই‌তিপু‌র্বে তি‌নি সন্ত্রাসী কার্যক্রম দমন,আধিপত্য বিস্তারকারীদের দমন, যে কোন ধরনের অপশক্তি কর্তৃক সন্ত্রাসী কার্যক্রমরোধে দ্রুত এ্যাকশনে যাওয়ার জন‌্য  যে কোন সময় যেকোন পরিস্থিতি মোকাবেলার জন‌্য কুইক রেসপন্স (QRT) Team গঠন ক‌রেন।

এবার তি‌নি  নারী‌দের নিরাপত্তার জন‌্য  দক্ষ, প্রশিক্ষিত, অস্ত্র চালনায় সক্ষম এমন নারী পু‌লিশ নিয়ে গঠন করে‌ছেন “Quick Response Team For Female”। ফেনী জেলার নারীর নিরাপত্তার লক্ষে বিভিন্ন স্কুল কলেজে নারীদের ইভটিজিং থে‌কে রক্ষাসহ নারীদের যে কোন বিপদ‌ থেকে উদ্ধারওে সহ‌যো‌গিতা করতে এই টিম গঠন করা হ‌য়ে‌ছে। ইতিমধ্যে এই টিমের কার্যক্রম চল‌ছে।

ফেনী জেলার আইন শৃংখলা নিয়ন্ত্রন কর‌তে ও বিপদগ্রস্থ মানু‌ষকে দ্রুত সেবা দি‌তে কুইক রেসপন্স টিম ও কুইক রেসপন্স ফর ও‌মেন না‌মে দু‌টি ‌টিম গঠন ক‌রেন । পু‌লিশ সুপার আবদুল্লাহ আল মামু‌নের এ উ‌দ্যোগ‌কে স্বাগত জা‌নি‌য়ে‌ছে জেলার সাধারন মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com