পুলিশ সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জন হাজংয়ের চিকিৎসায় আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদরদপ্তরে সার্জেন্ট মহুয়ার হাতে অনুদানের আট লাখ ৪২ হাজার ২০০ টাকা তুলে দেন ডিএমপি কমিশনার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।
গত ২ ডিসেম্বর রাজধানীর বিমানবন্দর সড়কের চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মনোরঞ্জন হাজং। বর্তমানে তিনি বারডেম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
পুলিশ সার্জেন্ট মহুয়া হাজং বর্তমানে ট্রাফিক লালবাগ বিভাগে কর্মরত আছেন