বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের কুমিল্লা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌসকে ১০ম এপিবিএন, বরিশালের অতিরিক্ত পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর ২০২১) ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
একই প্রজ্ঞাপনে ময়মনসিংহ হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল কবীর তরফদারকে ৩য় এপিবিএন, খুলনার সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।