রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ইয়াবাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- নাদিম মাহমুদ, মোঃ ইমরান হোসেন, মোঃ সবুজ হাওলাদার, মোঃ মেহেদী হাসান ও মোঃ জামাল উদ্দিন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর, ২০২১) রাত ২:৩৫ টায় বংশাল থানার সিদ্দিক বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম।
গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস জানান, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালীন সংবাদ পান যে বংশাল থানার সিদ্দিক বাজার এলাকার শহীদ নজরুল ইসলাম স্মরণির নর্থ সাউথ রোডে কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকারযোগে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নাদিম, ইমরান, সবুজ, মেহেদী ও জামালকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১৪ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার টেকনাফ থানার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।
গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ, বিপিএম এর নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত, বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।