পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র র্যাবকে যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা বাংলাদেশের জনগণ পছন্দ করেনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেনকে সেটা বলেছি।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বুধবার ব্লিঙ্কেনের সঙ্গে ফোনালাপের বিষয়ে ড. মোমেন বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিজয়ের ৫০ বছরপূর্তিতে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। তবে তারা যে র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা দেশবাসী গ্রহণ করেনি, সেটা আমি তাকে জানিয়েছি।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।