ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফরে এসেছেন । সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন তিনি। এসময় শেখ হাসিনাকে মিষ্টি, কেক ও বিস্কুট উপহার দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি।
বুধবার (১৫ ডিসেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্য ভারতের রাষ্ট্রপতি যে মিষ্টি, কেক ও বিস্কুট নিয়ে এসেছেন, সেগুলো দেশটির রাষ্ট্রপতি ভবনে তৈরি করা।
শাহরিয়ার আলম বলেন, ‘ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতির জন্য যে আম উপহার পাঠিয়েছিলেন, সেই আম মিষ্টি ও সুস্বাদু ছিল বলে বৈঠকে জানিয়েছেন রামনাথ কোবিন্দ।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুঃসময়ে ভারত আশ্রয় দিয়েছিলেন। সেজন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনদিনের সফরে ঢাকায় এসেছেন। সুত্র: জানি