বাংলাদেশে সফররত মেক্সিকো সেনাবাহিনীর কমান্ডার জেনারেল ইউফেমিও আলবার্তো ইবারা ফ্লোরস সোমবার (১৩ ডিসেম্বর) সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পরবর্তীতে সেনাসদর হেলমেট কনফারেন্স রুমে সকল পিএসওদের উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান স্বাগত দেন। এরপর মেক্সিকো সেনাবাহিনীর কমান্ডারকে ব্রিফিং করা হয়। এরপরে মেক্সিকো সেনাবাহিনীর কমান্ডার তার বক্তব্য পেশ করেন।
সভায় দু’দেশের মধ্যকার সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করা হয়। এই সাক্ষাতের মধ্যে দিয়ে মেক্সিকো এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হলো।
এর আগে, সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে মেক্সিকো সেনাবাহিনীর কমান্ডার ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎবরণকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।
জেনারেল ইউফেমিও আলবার্তোর নেতৃত্বে পাঁচ সদস্যের মেক্সিকান সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল ৮ দিনের রাষ্ট্রীয় সফরে গত ১১ ডিসেম্বর ঢাকায় আসেন। প্রতিনিধি দলটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং সিলেট সেনানিবাস পরিদর্শন করবেন।