কুমিল্লায় র্যাব১১ সিপিসি ২ এর সদস্যরা পৃথক তিনটি অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ২২বোতল মদ ও বিয়ার ও দুই কেচি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১২ ডিসেম্বর কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন ২নং উজিরপুর ইউনিয়ন এর চান্দশ্রী এলাকায় অভিযান চালিয়ে পলাশকে ৫০ বোতল ফেন্সিডিল ও ১১ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি কুমিল্লা চৌদ্দগ্রাম থানার কাশিপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ রিয়াদ হোসেন পলাশ(১৯)।
পৃথক অভিযানে ১১ডিসেম্বর কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২.৪৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা
হলো টাংগাইল জেলার মধুপুর থানার কালামাঝি গ্রামের দুলাল মিয়া ছেলে নাহিদ(১৯) এবং বরিশাল জেলার উজিরপুর থানার শিকারপুর গ্রামের মৃত মোশারফ খান এর শামীম খান(৩০)।
পৃথক আরও আরও একটি অভিযানে র্যাব-১১, সিপিসি-২ এর আরেকটি আভিযানিক দল ১১ ডিসেম্বর সদর দক্ষিন মডেল থানাধীন লাকসাম রোড, পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদ এবং ১০ টি ক্যান বিয়ারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল কুমিল্লা বরুড়া থানার বরুড়া গ্রামের মোঃ আব্দুল মমিন এর ছেলে মোঃ আব্দুল কাদের(৩৩) ও একই থানার দেওড়া গ্রামের আবদুল খালেক এর ছেলে মোঃ মনির হোসেন(৩৩)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে র্যাব সদস্যরা।