র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে ডেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘চির অম্লান বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি এসব কথা বলেন তিনি।
র্যাবের সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল মিলারকে শনিবার তলব করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
মার্কিন রাষ্ট্রদূত র্যাবের ওপর এই নিষেধাজ্ঞার বিষয়ে নিজেও বিস্ময় প্রকাশ করেন বলে মন্ত্রী জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) অতিরঞ্জিত কোনো খবরের ওপর ভিত্তি করে এটা করেছে। এই নিষেধাজ্ঞা দেওয়াটা বস্তুনিষ্ঠ নয়।