1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লায় আইনজীবী স‌মি‌তির সা‌বেক সম্পাদক আবু তা‌হের কারাগা‌রে কু‌মিল্লার লাকসা‌মে স্বামীকে আট‌কে গৃহবধু‌কে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫ ঢাকার গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে চালু হয়েছে ‘কিউআর কোড হেল্প’ অ্যাপ কু‌মিল্লায় কো‌টির টাকার ভারতীয় আতশ বা‌জি উদ্ধার ক‌রে বি‌জি‌বি চট্রগ্রা‌মে নারী কর্মকর্তাকে চেয়ার ছুড়ে মারা যুবদল নেতা গ্রেফতার রাজধানীর উত্তরায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলো গুলি রংপু‌রে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক নারায়ণগঞ্জের চাষাড়ায় ছাত্রদল কর্মীকে ছুরিঘাতে হত্যা উ‌খিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি , নিহত ১ ধর্ষক‌দের দ্রুত গ্রেফতা‌রের দাবী‌তে মহাসড়ক অব‌রোধ ক‌রে জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা

অজ্ঞান পার্টির খপ্পরে হাসপাতালে দুইজন ভ‌র্তি

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৩৫ বার পঠিত

রাজধানীর বাড্ডা ও ফার্মগেট এলাকায় পৃথক ঘটনায় দুই ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তারা হলেন তোফায়েল আহমেদ (৩৭), অন্যজনের নাম জানা যায়নি।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে একজনকে ও বিকেলে অন্যজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে তাদের স্টমাক ওয়াশ দিয়ে উন্নত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়।

অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা বলেন, আমরা ৯৯৯ এ খবর পেয়ে উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজের কাছ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও বলেন, আশপাশের লোকজনের মুখে জানতে পারি লোকটি অজ্ঞান পার্টির খপ্পরে পরে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে ছিল। পরে পথচারীরা ৯৯৯ এ কল দিলে আমরা এসে তাকে উদ্ধার করি। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। ঢামেক থেকে বর্তমানে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে ফার্মগেট এলাকার আলরাজি হাসপাতালের সামনে থেকে বিআরটিসির একটি বাসে মো. তোফায়েল আহমেদকে (৩৭) অচেতন অবস্থায় পাওয়া যায়। ওই বাসের হেলপার তাকে উদ্ধার করে ঢামেকে আনেন। পরে সেখানে তাকে স্টমাক ওয়াশ দিয়ে উন্নত চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তোফায়েলের মামাতো ভাই পারভেজ বলেন, আমার ভাইকে বিআরটিসি বাসে কে বা কারা চেতনানাশক কিছু খাইয়ে অচেতন করে। আমি খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তাকে পাই। পরে স্টমাক ওয়াশ দিয়ে উন্নত চিকিৎসার জন্য মিটফোর্ডে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, তোফায়েলের বাসা কুড়িল বিশ্বরোড এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ফার্মগেট ও বাড্ডায় দুই ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে স্টমাক ওয়াশ দিয়ে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই ভর্তি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com