বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে ৪ কোটি টাকা মূল্যের ৪৯ কেজি ওজনের দুইটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করছে র্যাব। এ সময় চার চোরাকারবারীকেও গ্রেফতার করেন র্যাব-১২ বগুড়ার সদস্যরা।
র্যাব বুধবার (১ ডিসেম্বর) সকালে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় র্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক দল নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর হাড়িয়াল পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় ৪ কোটি টাকা মূল্যের ৪৯ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তিসহ ৪ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মন্টু রবি দাস (৫৫), আব্দুল মাসুদ (৪০), দিলীপ দাস (৩২) ও সফিকুল ইসলাম (৫৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা কষ্টিপাথরের মূর্তি পাচারকারী চক্রের সদস্য। স্থানীয় একটি পুকুর খনন করে মূর্তি দুটি নিজদের কাছে রেখে পরস্পরের যোগসাজশে দুর্লভ এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন অবৈধভাবে দেশের বাইরে পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন তারা।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্ক্রোয়াডন লিডার) সোহরাব হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও এ ধরনের চক্রের সদস্যদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।