রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে ইয়াবা, হেরোইন, আইস ও প্রাইভেটকারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর হাজারীবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মামুন চৌধুরী ওরফে মুন চৌধুরী ও মোঃ জাকির হোসেন ওরফে গরু জাকির।
সোমবার (২৯ নভেম্বর, ২০২১) রাত ১১:১৫ টায় হাজারীবাগ থানার বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মোক্তারুজ্জামান ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা, হেরোইন ও আইসসহ একটি প্রাইভেটকারযোগে কেরানীগঞ্জ হতে বসিলা হয়ে ঢাকায় আসছে মর্মে তথ্য পাই। এমন তথ্যের ভিত্তিতে বসিলা মেইন রাস্তার ক্যাফে ঘরোয়া এন্ড বিরিয়ানী হাউজের সামনে পাকা রাস্তার উপর (বসিলা ব্রীজ সংলগ্ন পূর্ব প্রান্ত) চেকপোস্ট করে হাজারীবাগ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩০০০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম হেরোইন, ২ গ্রাম আইস ও একটি প্রাইভেটকারসহ মামুন ও জাকিরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।