রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এর ময়লার ট্রাকের (কম্প্যাক্টর) ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ি চালককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত গাড়ি চালকের নাম রাসেল খান।
নিহত শিক্ষার্থীর নাম নাঈম হাসান। সে নটর ডেম কলেজের মানবিক বিভাগের ২য় বর্ষের ছাত্র।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর, ২০২১) বেলা ১২:৩০ টায় পল্টন থানার সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আঃ আহাদ, পিপিএম (বার)।
তিনি বলেন, বুধবার (২৪ নভেম্বর ২০২১) বেলা ১১:২০ টায় পল্টন মডেল থানার গুলিস্তান বঙ্গবন্ধু স্কোয়ার গোলচত্বরের দক্ষিণ পাশে নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার ট্রাক (কম্প্যাক্টর) এর চালক রাসেল খান বেপরোয়া ও দ্রুত গতিতে চালিয়ে সজোরে ধাক্কা দিয়ে নাঈমকে রাস্তায় ফেলে দেয়। যার ফলে ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। দায়িত্বরত পুলিশ ভিকটিমকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিকটিমকে বেলা ১১:৪৩ টায় মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় দায়িত্বরত টহল পুলিশ উক্ত ময়লার ট্রাক এর চালক রাসেলকে গ্রেফতার ও ময়লার গাড়িটি জব্দ করে। এঘটনায় ভিকটিমের পিতার অভিযোগের প্রেক্ষিতে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত রাসেল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগপ্রাপ্ত ড্রাইভার না। এই গাড়ির নিয়োগপ্রাপ্ত ড্রাইভার হলো হারুন। হারুন গ্রেফতারকৃত রাসেলকে বদলি হিসেবে উক্ত ময়লার গাড়িটি চালাতে দেয়।
গ্রেফতারকৃত চালক রাসেল এর বৈধ ড্রাইভিং লাইসেন্স নাই। গাড়িটির নিয়োগকৃত ড্রাইভার হারুনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা।
গ্রেফতারকৃত রাসেলকে পল্টন মডেল থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।