রাজধানীর ডেমরা থানা এলাকা হতে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ হাসিবুল হোসেন শান্ত ও মোঃ মশিউর শিকদার।
বুহস্পতিবার (১৮ নভেম্বর, ২০২১) রাত ৯:০৫টায় ডেমরা থানার নড়াইবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডেমরা থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন এর নেতৃত্বে নড়াইবাগের আদর্শ শিক্ষা বাগান স্কুলের সামনে চেকপোস্টে তল্লাশী কার্যক্রম পরিচালনার সময় একটি সিএনজিকে থামার সংকেত দেয়া হয়। সংকেত অমান্য করে সিএনজিটি পালানোর চেষ্টাকালে আটক করা হয় এবং সিএনজিতে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ২ রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা রুজু হয়েছে।