প্রতারণার অভিযোগে বন্যা সিকিউরিটি সার্ভিস (প্রাঃ) লিঃ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। মঙ্গলবার (১৬ নভেম্বর) র্যাবের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হচ্ছেন, মোছা. সাহেরা বানু, মো. রবিউল ইসলাম, মো. খাইরুল ইসলাম, মো. সুমন বাবু ও মো. হিরন পারভেজ।
আসামিদের কাছ থেকে দুইটি কম্পিউটার, ১৪টি সিম, ৭ সেট ইউনিফরম, দুই সেট বুট, দুইটি সিল, একটি রেজিস্টার, ৯০ পাতা অঙ্গীকারনামা, ৯০ পাতা ভাউচার ও ৯০ পাতা ভর্তির আবেদন ফরম জব্দ করে র্যাব।
র্যাব জানায়, গত সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল ঢাকা সাভার মডেল থানাধীন বন্যা সিকিউরিটি সার্ভিস (প্রাঃ) লিঃ অফিসে অভিযান চালায়। এসময় সিকিউরিটি গার্ডের চাকরি দেওয়ার কথা বলে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করার অপরাধে আসামিদের গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানা এলাকায় অফিস খুলে বিজ্ঞাপন দিয়ে সাধারণ লোকজনকে আকৃষ্ট করতো। পরবর্তীতে লোকজনের কাছ থেকে ফরম, ইউনিফরম ক্রয় বাবদ বিভিন্ন অংকের টাকা নিয়ে তাদের চাকরি না দিয়ে টাকা অত্মসাৎ করতো। এভাবে দীর্ঘদিন ধরে একইভাবে সিকিউরিটি গার্ডে নিয়োগের কথা বলে অসংখ্য লোকের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়ে তা আত্মসাৎ করে আসছিল এবং কেউ তার প্রদানকৃত টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি প্রদান করতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা র্যাবের কাছে তাদের নাম-ঠিকানা প্রকাশ ও এই ধরনের প্রতারণার কথা স্বীকার করেছেন।